ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাসপাতালেই কিশোরীর মৃতদেহ খাওয়ার চেষ্টা কুকুরের

হাসপাতালেই কিশোরীর মৃতদেহ খাওয়ার চেষ্টা কুকুরের

ভিডিও থেকে নেওয়া ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০ | ২২:২০

স্ট্রেচারে সাদা চাদরে ঢেকে রাখা সড়ক দুর্ঘটনায় নিহত এক কিশোরীরর মৃতদেহ। সেই চাদরের নিচ দিয়েই মৃতদেহটি খুবলে খাওয়ার চেষ্টা করছে একটা কুকুর। এই ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

ভারতের  উত্তরপ্রদেশের সাম্ভাল জেলার এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। সাম্ভালের একটি সরকারি হাসপাতালে গা শিউরে ওঠা এই ঘটনা ঘটেছে। 

আজকাল জানিয়েছে, একটি দুর্ঘটনায় মারা গেছে ওই কিশোরী। তারপর তার মৃতদেহ হাসপাতালে রাখা হয়। সেখানেই মৃতদেহের ওপর হামলে পড়ে কুকুরটি।

এ ঘটনায় নিহত কিশোরীর বাবা চরণ সিং হাসপাতাল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পর দেড় ঘণ্টা তার মেয়ের মৃতদেহ ফেলে রাখা হয়েছিল। 

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই এলাকায় দীর্ঘদিন ধরেই কুকুরের ব্যপক উপদ্রব। বিষয়টি স্থানীয় পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। 

হাসপাতালের প্রধান মেডিকেল সুপার ডা.‌ সুশীল বর্মা জানান, নিহতের পরিবার মৃতদেহের ময়নাতদন্ত করতে চায়নি। তাই সরকারি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ তুলে দেওয়া হয় স্বজনদের হাতে। তারা হয়তো কিছু সময়ের জন্য মৃতদেহ ছেড়ে অন্যত্র কোথাও গিয়েছিলেন। তখনই এই ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, তবে ঘটনার পর হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী এবং ওয়ার্ডবয়কে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন

×