ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংকট সমাধানে জাতীয় সংলাপের ডাক দিলেন শেহবাজ

সংকট সমাধানে জাতীয় সংলাপের ডাক দিলেন শেহবাজ

শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ | ০৮:৪৩

পাকিস্তানে চলমান সংকট নিরসনে জাতীয় সংলাপের ডাক দিয়েছেন দেশটির বিরোধী দল মুসলিম লীগের (নওয়াজ)প্রেসিডেন্ট শেহবাজ শরিফ। মায়ের মৃত্যুতে তাকে শোক ও সমবেদনা জানাতে আসা সাংবাদিকের সঙ্গে আলাপকালে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি এ আহ্বান জানান। খবর ডন অলাইনের।

শেহবাজ বলেন, `দেশের আর্থসামাজিক অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবারই একত্রে বসে কথা বলা উচিত। সব রাজনৈতিক দল মিলে জাতীয় সংলাপে বসা উচিত।’

শেহবাজ সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, অর্থনীতিকে বিকল করে দিচ্ছে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রই মুখ থুবড়ে পড়েছে। গত শুক্রবার মায়ের মৃত্যুতে কট লাখপত জেল থেকে পাঁচদিনের জন্য প্যারলে মুক্তি পান শেহবাজ।মায়ের শেষকৃত্যানুষ্ঠানে সমাগতদের অভ্যর্থনা জানান তিনি।

তার মা বেগম শামিম আখতার সম্প্রতি লন্ডনে মারা যান। সেখানে তার ছেলে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেখতে গিয়েছিলেন তিনি।

এর আগে বড় ভাই নওয়াজ শরিফও জাতীয় সংলাপের কথা বলেছিলেন। তবে তিনি রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সংলাপে বসার কথা বলেছিলেন। কিন্তু শেহবাজ শরিফ কেবল রাজনৈতিক দলগুলোকে নিয়েই এই সংলাপের ডাক দেন। 

পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ বলেন, আমরা সবাই যদি দেশের ভাল চাই, তাহলে আমাদের অবশ্যই এক কাতারে আসতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিজেদের বিভেদ ভুলে খোলা মন নিয়ে এগিয়ে আসতে হবে। 

প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসান (পিটিআই) পাকিস্তানের রাজনীতিকে দূষিত করেছে, এমন অভিযোগ তুলে বিরোধী দলীয় নেতা রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে প্রধান রাজনৈতিক শত্রুর মোকাবেলা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সঙ্কট নিরসনে তার ব্যক্তিগত অভিমত কী, এরকম প্রশ্নের জবাবে শেহবাজ বলেন, তিনি এখন প্যারলে মুক্ত আছেন মাত্র কয়েকদিনের জন্য। তবে কারাগার থেকে বেরোলে তিনি বিস্তারিত জানাবেন বলে প্রতিশ্রুতি দেন।

 

আরও পড়ুন

×