কারা এই কিউঅ্যানন?

ছবি: বিবিসি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ০৬:০৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ০৭:৪৫
শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্ট চক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আমেরিকায় অবতীর্ণ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -এমনটাই বিশ্বাস করেন তার অন্ধভক্তরা।
বুধবার যেসব ট্রাম্প সমর্থক ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে ঢুকে তাণ্ডব চালান, তাদের মধ্যে ছিলে 'কিউঅ্যানন' নামে একটি গ্রুপের লোকজন। এটি একটি ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব, যেখানে দাবি করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সামরিক গোয়েন্দা অফিসারদের একটি গোপন দল এক যুদ্ধ পরিচালনা করছেন এবং সে যুদ্ধটি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে থাকা “শয়তানের পূজারী শিশুকামী”দের বিরুদ্ধে।
কিউঅ্যানন গ্রুপের মতে, যুদ্ধটা মার্কিন সরকার, ব্যবসা-বাণিজ্য এবং সংবাদমাধ্যম জগতে ঘাপটি মেরে থাকা কিছু লোকের বিরুদ্ধে। এটাই মূল গল্প, তবে এর বহু শাখাপ্রশাখা রয়েছে এবং এর সঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন গল্প যোগ হচ্ছে। এসব উদ্ভট গল্পে বিশ্বাস করে হাজার হাজার লোক।
তারা মনে করেন, একদিন হিলারি ক্লিনটনের মতো কিছু বিখ্যাত লোককে এসব অভিযোগে গ্রেপ্তার করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
বিবিসির সংবাদদাতারা জানান, কংগ্রেস ভবনের ভেতরে কিউঅ্যানন গ্রুপের বেশ কয়েকজন নেতৃস্থানীয় কর্মীকে দেখা গেছে। তারা ওই আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ব্যানারও বহন করেন।
তাদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রে সদ্য অনুষ্ঠিত ভোটে কথিত-জালিয়াতি প্রতিরোধে অনলাইনে গড়ে ওঠা বিভিন্ন গ্রুপের লোকজন।
- বিষয় :
- ডনাল্ড ট্রাম্প
- কিউ অ্যানন