সেরাম ইনস্টিটিউট থেকে টিকা যাচ্ছে ভারতের ১৩ শহরে

টিকার প্রথম ব্যাচ নিয়ে সেরাম ইনস্টিটিউট থেকে বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রাক-এএনআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০২:৩২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ | ০২:৩৯
ভারতের পুনের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড টিকার প্রথম ব্যাচ দেশটির বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। মঙ্গলবার ভোরে সেরাম ইনস্টিটিউট থেকে টিকার প্রথম ব্যাচ নিয়ে বিমানবন্দরের উদ্দেশে ছাড়ে ট্রাক।
আগামী ১৬ জানুয়ারি ভারতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। ভারতব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরুর চারদিন আগে সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড টিকার প্রথম ব্যাচের চালান বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। খবর এনডিটিভির
স্থানীয় সময় ভোর ৫টার দিকে তাপমাত্রা নিয়ন্ত্রিত তিনটি ট্রাক কোভিশিল্ড টিকার প্রথম ব্যাচ নিয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ত্যাগ করে।
এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রাকগুলোয় কোভিশিল্ড টিকার মোট ৪৭৮টি বাক্স রয়েছে। প্রতিটি বাক্সের ওজন ৩২ কেজি।
ট্রাকগুলো সেরাম ইনস্টিটিউটের প্রধান কার্যালয় থেকে পুনে বিমানবন্দরের উদ্দেশে যায়। পুনে বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে টিকাগুলো দিল্লিসহ ভারতের ১৩টি শহরে পাঠানো হবে।
দুটি কার্গোসহ আটটি বাণিজ্যিক উড়োজাহাজে টিকাগুলো বিভিন্ন গন্তব্যে পাঠানো হবে। প্রথম কার্গো ফ্লাইটটির গন্তব্য বিজয়ওয়াদা, ভূবনেশ্বর ও হায়রদারাবাদ। দ্বিতীয় কার্গো বিমানটির গন্তব্য দেশটির কলকাতা ও গুয়াহাটি।
ভারতের কেন্দ্রীয় সরকারের ২০২১ সালে সেরাম ইনস্টিটিউট থেকে ডোজ প্রতি ২০০ টাকা দিয়ে করোনা টিকা কেনার কথা রয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্ভাবিত করোনার টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে স্থানীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
চলতি মাসের শুরুর দিকে সেরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে ভারতের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকারও জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। দুটি টিকারই দুই ডোজ করে নিতে হবে। দুই ডোজ টিকা নেওয়ার মধ্যে ব্যবধান ২৮ দিন।