এবার অস্ট্রিয়ায় করোনার নতুন ধরন শনাক্ত

প্রতীকী ছবি
রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া থেকে
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০১:০১
মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়াতে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। অস্ট্রিয়া এবং ইতালির সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত টিরোলের অন্যতম মিউনিসিপ্যালিটি জোচবার্গে আসা চারজন ব্রিটিশ পর্যটকের শরীরে করোনা ভাইরাসের এ নতুন ধরন শনাক্ত করা হয়।
গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের প্রায় অর্ধ শতাধিক স্থানে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত করা হয়। পরবর্তীতে পৃথিবীর অন্যান্য অনেক দেশেও নতুন এ ধরনের করোনা ভাইরাসের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। মূলত, গ্রেট ব্রিটেন থেকে এ সকল দেশে যাতায়াত করা মানুষের শরীরে প্রথম এ প্রজাতির করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
চিকিৎসাবিজ্ঞানীদের মতে, নতুন বৈশিষ্ট্যের এ ভাইরাস করোনা ভাইরাসের অন্যান্য প্রকরণের তুলনায় ৭০ শতাংশ অধিক দ্রুত বিস্তার লাভ করতে পারে। নতুন স্ট্রেইনের এ করোনা ভাইরাসের নাম দেওয়া হয়েছে বি১১৭। বি১১৭ এর সংক্রমণ রোধে ইউরোপের বিভিন্ন দেশের মতো অস্ট্রিয়াও গত ২২ ডিসেম্বর থেকে গ্রেট ব্রিটেনের সঙ্গে সাময়িকভাবে ফ্লাইট সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, এ সকল ব্রিটিশ পর্যটকের সবাই ২২ ডিসেম্বরের আগে অস্ট্রিয়াতে প্রবেশ করেছিলেন।
অস্ট্রিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত ৩ জানুয়ারি জোচবার্গে আসা এক ব্রিটিশ পর্যটক আচমকা অসুস্থ্যবোধ করেন। পরে তার শরীরে কোভিড-১৯ এর টেস্ট করা হয় যেখানে ফলাফল ইতিবাচক আসে। এরপর তার সংস্পর্শে আসা আরও ১৭ জনের শরীরেও করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত জোচবার্গে চার জনের শরীরে নতুন বৈশিষ্ট্যের এ করোনা ভাইরাস বি১১৭ এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। পাশাপাশি অস্ট্রিয়াতে আরও একজনের শরীরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের অন্য এক নতুন স্ট্রেইনের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে।
স্থানীয় হেলথ কাউন্সিলর রুডলফ অ্যান্সকোবার বাড়তি সংক্রমণ রোধে জোচবার্গের সকল অধিবাসীকে করোনা পরীক্ষার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
এদিকে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে রীতিমতো বিধ্বস্ত অস্ট্রিয়া। এখন পর্যন্ত দেশটিতে সাড়ে তিন লাখেরও মানুষের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশটিতে প্রায় সাত হাজারের মতো মানুষ মৃত্যবরণ করেছেন। করোনার বিস্তাররোধে দেশটির সরকার ইতোমধ্যে দেশটিতে তৃতীয়বারের মতো লক ডাউনের ঘোষণা দিয়েছে। সকল শিক্ষা-প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশটির অভ্যন্তরে মানুষের যাতায়াতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এ রকম পরিস্থিতিতেও স্কি রিসোর্টগুলো খোলা রাখায় সরকারের এ লকডাউন সিদ্ধান্তকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে দেশটির সাধারণ জনগণ।
- বিষয় :
- করোনার নতুন ধরন
- অস্ট্রিয়া
- মধ্য ইউরোপ