ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দিল্লিতে ট্রাক্টর উল্টে কৃষকের মৃত্যু, অভিযোগ গুলির

দিল্লিতে ট্রাক্টর উল্টে কৃষকের মৃত্যু, অভিযোগ গুলির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৪:৩৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ০৫:২৫

ভারতে কৃষকদের ট্রাক্টর মিছিল কর্মসূচিতে ট্রাক্টর উল্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ গুলি চালানোর ফলে মৃত্যু হয়েছে ওই কৃষকের।মঙ্গলবার দুপুরে মধ্যদিল্লিতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই কৃষকের নাম-পরিচয় জানা যায়নি। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এদিন দুপুরের মধ্যদিল্লির আইটিওতে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ব্যারিকেড ভেঙে ইন্ডিয়া গেট ও লালকেল্লার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কৃষকরা। তারা পাথর নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এমন পরিস্থিতিতে মিন্টো রোডের কাছে ট্রাক্টর উল্টে এক কৃষকের মৃত্যু হয়। ট্রাক্টরের নীচে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। তবে বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গুলি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকক্টর উল্টে গেলে মৃত্যু হয়েছে ওই কৃষকের।

এ ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যারিকেড ভেঙে তারা লালকেল্লায় ঢুকে পড়েন। সেখানকার স্তম্ভের মাথায় কৃষক সংগঠনের পতাকাও ঝুলিয়ে দেন। এই নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। 

এদিকে, কৃষকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে তিনি লিখেছেন, হিংসা কখনও সমস্যার সমাধান করতে পারে না, আঘাত যেই পান, ক্ষতি গোটা দেশের। দেশের মঙ্গলের কথা ভেবে কৃষি আইন প্রত্যাহার করতে কেন্দ্রের প্রতি আহ্বান জানান তিনি।

দিল্লি পুলিশের পক্ষ থেকেও আন্দোলকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্র: খবর আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস


আরও পড়ুন

×