ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা-ভূমিধসে ৭৬ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা-ভূমিধসে ৭৬ জনের প্রাণহানি

আকস্মিক বন্যা ও ভূমিধসে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে - এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১ | ০০:৪০

ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রদিতিয়া জাতি মেট্রো টিভিকে বলেন, বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও অন্তত ৪২ জন নিখোঁজ রয়েছে।

এদিকে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত ছোট দ্বীপ রাষ্ট্র পূর্ব তিমুরের এক কর্মকর্তা জানান, দেশটিতে এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

দেশ দু’টিতে প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এবং ভূমিধসের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যায়।

কর্মকর্তারা জানান, কাদা এবং বিরূপ আবহাওয়ার কারণে আটকে পড়া জীবিতদের কাছে পৌঁছানো উদ্ধারকারীদের জন্য কঠিন হয়ে পড়েছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×