ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অ ন্য খ ব র

গ্রহাণুতে খোঁড়াখুঁড়ির ছাপ

গ্রহাণুতে খোঁড়াখুঁড়ির ছাপ

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১ | ১২:০০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ | ১৬:৩৯

চাঁদে মানুষ পদচিহ্ন রেখে এসেছে বেশ আগেই। লাল গ্রহ মঙ্গলে ছাপ ফেলছে একাধিক ল্যান্ডার ও রোভারের চাকা। উপগ্রহ ও গ্রহের নমুনা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জায়গায় চিহ্ন রেখে আসা হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রচেষ্টায় এবার গ্রহাণুর গায়েও খোঁড়াখুঁড়ির ছাপ পড়েছে। আর এর প্রথম সাক্ষী হলো 'বেনু'। পৃথিবী থেকে ২৯.৩ কোটি কিলোমিটার দূরের এই অন্ধকার কালো গ্রহাণুর খোঁজ মেলে ১৯৯৯ সালে। কার্বনসমৃদ্ধ গ্রহাণুটির নমুনা সংগ্রহ করতে মহাকাশযান ওসিরিস-রেক্স পাঠিয়েছে নাসা। ইতোমধ্যে খননকাজ সম্পন্ন করে ফিরে আসার সময় রেখে আসা চিহ্নের ছবিও তুলেছে মহাকাশযানটি। সম্প্রতি সেই ছবিগুলো প্রকাশ করা হয়েছে।

গ্রহের মতো গ্রহাণুগুলোও সূর্যকে প্রদক্ষিণ করে। তবে আকারে সেগুলো অনেক ছোট। বড়সড় পাথরখণ্ডের মতো। সূর্যের আলোর ৩০ শতাংশ প্রতিফলিত হয় পৃথিবী থেকে। বেনু থেকে হয় মাত্র চার শতাংশ। তাই এটাকে দেখা বেশ কঠিন কাজ। সেখানে ২০২০ সালের ২০ অক্টোবর খোঁড়াখুঁড়ি চালায় ওসিরিস-রেক্স। সংগ্রহ করে এক কেজি পাথর-ধুলোর নমুনা; যা পৃথিবীতে এসে পৌঁছবে ২০২৩ সালে। এই খননকাজের আগে ২০১৯ সালের ৭ মার্চ ও পরে ২০২১ সালের ৭ এপ্রিল খননস্থলের ছবি তুলে নাসার পাঠানো মহাকাশযান; ছায়া পড়ে যাতে দৃষ্টিবিভ্রম না ঘটায়, তার জন্য ছবিগুলো দুপুরের দিকে তোলা হয়েছে। সূত্র :সিএনএন।

আরও পড়ুন

×