ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মডার্নার টিকায় হৃদযন্ত্রে প্রদাহের সম্পর্ক বিরল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মডার্নার টিকায় হৃদযন্ত্রে প্রদাহের সম্পর্ক বিরল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ১০:১৪ | আপডেট: ১০ জুলাই ২০২১ | ১০:৪০

ফাইজার ও মডার্নার করোনা টিকায় 'অতি বিরল' ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হৃদযন্ত্রে প্রদাহ হয় বলে জানিয়েছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ইএমএ)। 

ফাইজার ও মডার্নার টিকায় ধারণার চেয়ে বেশি তরুণের হৃদযন্ত্রে প্রদাহ হয় বলে জানায় সিডিসি। তবে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এমআরএনএ বা মডার্নার টিকায় হৃদযন্ত্রে প্রদাহের সম্পর্ক বিরল। খবর বিবিসি ও এএফপির।

ইএমএ জানায়, তরুণদের মধ্যে এই পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। এসব উপসর্গের মধ্যে আছে বুকে ব্যথা, শ্বাসকষ্টের অনুভূতি, বুক ধড়ফড় করা এবং এলোপাতাড়ি হৃদস্পন্দন। তবে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও টিকার উপকার এখনও এর ঝুঁকির তুলনায় অনেক বেশি বলে তারা আশ্বস্ত করেছে। 

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যাডভাইজরি কমিটি অন ভ্যাকসিন সেফটি (জিএসিভিএস) এক বিবৃতিতে জানায়, এমআরএনএ প্রযুক্তি ব্যবহৃত করোনার টিকা দেওয়ার কয়েকদিনের মধ্যে হৃদযন্ত্রে প্রদাহের অতি সামান্য ঘটনা ঘটে বলে জানা গেছে। তাদের মধ্যে বেশিরভাগই ঘটে তরুণ পুরুষদের যা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর দেখা দেয়।

আক্রান্তদের তথ্য বিশ্নেষণ করে জিএসিভিএস জানায়, এমআরএনএর টিকা নেওয়া ও হৃদযন্ত্রে প্রদাহের ঘটনার মধ্যে সম্পর্ক খুবই কম।

আরও পড়ুন

×