ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতে 'ওমিক্রন' শনাক্ত

ভারতে 'ওমিক্রন' শনাক্ত

ভারতের একটি বিমানবন্দরে কাজ করছেন দুই পরিচ্ছন্নতা কর্মী - এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১ | ০৬:১৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ | ০৬:২৫

করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন' এবার শনাক্ত হয়েছে ভারতে। বৃহস্পতিবার ভারতের কর্নাটক রাজ্যে প্রথমবারের মতো দু'জনের দেহে 'ওমিক্রন'-এর সংক্রমণ শনাক্ত হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ভারতে করোনার নতুন ধরন 'ওমিক্রন' শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৫ দেশে এই ধরনটির সন্ধান মিলেছে।

এর আগে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনার নতুন এই ধরনের আক্রান্ত রোগী শনাক্ত হয়।

গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নতুন এই ধরনটিকে 'বি.১.১.৫২৯' নামে ডাকা হচ্ছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের নতুন এ ধরনের নামকরণ করে 'ওমিক্রন' এবং একে 'উদ্বেগজনক' ধরন বলে আখ্যায়িত করে।


আরও পড়ুন

×