সেমেরুতে ফের অগ্ন্যুৎপাত, দূরে থাকতে সতর্কতা

সেমেরুর অগ্ন্যুৎপাত, ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১ | ০০:২১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ০০:২২
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় ভোরে এ অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় দুই কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের স্তম্ভ তৈরি হয়েছে। এ অগ্ন্যুৎপাতের পরিসর থেকে নিরাপদ দূরত্বে থাকতে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে এ মাসের শুরুতেও জাভার সবচেয়ে উঁচু এই আগ্নেয়গিরি থেকে ভয়াবহ রকমের অগ্ন্যুৎপাত হয়। তখন অন্তত ৪৬ জন নিহত হন। বহু সংখ্যক নিখোঁজ রয়েছে এখনও। এছাড়া কয়েক হাজার লোক বাড়িঘর ছাড়া হয়ে পড়েন। খবর রয়টার্সের
ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশনের (পিভিএমবিজি) তথ্য বলছে, রোববার শুরু হওয়া অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ঘন সাদা এবং ধূসর ছাই মেঘের সৃষ্টি হয়েছে।
সংস্থাটি আশপাশের বাসিন্দাদের অগ্ন্যুৎপাত কেন্দ্রের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো কার্যকলাপ না করতে এবং লাভা প্রবাহের ঝুঁকির কারণে নদীতীর থেকে অন্তত ৫০০ মিটার দূরত্ব বজায় রাখতে সতর্ক করেছে।
অগ্ন্যুৎপাত কেন্দ্রের দক্ষিণ-পূর্ব দিকে অন্তত ১৩ কিলোমিটারের মধ্যে কোনো কার্যক্রম পরিচালনা না করতেও সতর্ক করেছে পিভিএমবিজি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪২টি আগ্নেয়গিরি রয়েছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। দেশটিতে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে আগ্নেয়গিরির কাছাকাছি অবস্থানে। যার মধ্যে ১০ কিলোমিটারের মধ্যে রয়েছে আট দশমিক ছয় মিলিয়ন লোক।
- বিষয় :
- ইন্দোনেশিয়া
- জাভা দ্বীপ
- আগ্নেয়গিরি
- অগ্ন্যুৎপাত
- সেমেরু