যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সুযোগ অ্যাসাঞ্জের

অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনীত অভিযোগে সর্বোচ্চ ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ছবি: দ্য গার্ডিয়ান।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২ | ০৫:৪৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ | ০৫:৪৬
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলের দেওয়ার যে রায় দিয়েছিল আদালত তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারবেন তিনি। সোমবার যুক্তরাজ্যের হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছে। এর আগে যুক্তরাজ্যের আদালতই তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার রায় দিয়েছিল।
যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ এনেছে। এর মধ্যে ১৭টি গুপ্তচরবৃত্তির এবং একটি কম্পিউটারের অপব্যবহার সংক্রান্ত। যার মাধ্যমে ১০ বছর আগে উইকিলিকস যুক্তরাষ্ট্রের গোপন সামরিক নথি প্রকাশ করেছিল। খবর আল-জাজিরার।
ওয়াশিংটন বলেছে উইকিলিকসের ওই প্রকাশনা জীবনকে বিপদে ফেলেছে এবং অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনীত অভিযোগে সর্বোচ্চ ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
অ্যাসাঞ্জের আইনজীবী বলেছেন, তিনি (অ্যাসাঞ্জ) একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। আর ফ্রিডম অব দ্য প্রেস প্রোটেকশনের প্রথম সংশোধনীর অধিকারে তিনি মার্কিন সামরিক বাহিনীর ইরাক এবং আফগানিস্তানে করা অন্যায় প্রকাশ করেন।