ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মোদিকে উৎসর্গ করে মন্দির বানাচ্ছেন মুসলিম নারীরা

মোদিকে উৎসর্গ করে মন্দির বানাচ্ছেন মুসলিম নারীরা

নরেন্দ্র মোদি -ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৩:৪৭ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ | ০৩:৫৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে মন্দির নির্মাণ করছেন মুসলিম নারীরা। উত্তরপ্রদেশের মুজফফরনগরে এই মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছেন বিজেপির মুসলিম নারী কর্মীরা। খবর গালফ নিউজের

সম্প্রতি দেশটিতে তিন তালাক প্রথার অবসান ঘটিয়েছেন নরেন্দ্র মোদি। আর সে কারণেই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই নারীরা।  

বিজেপির মুসলিম নারী সংগঠনের নেত্রী রুবি গজনি বলেন, 'মুসলিম নারীদের জন্য অনেক কিছু করেছেন প্রধানমন্ত্রী। উনি সম্মান পাওয়ার যোগ্য।'

তিনি আরও বলেন, 'তিন তালাক প্রথার অবসান করে আমাদের জীবনে বিরাট পরিবর্তন এনেছেন মেদি। বিনামূল্যে বাড়ি ও গ্যাস সংযোগ দিয়েছেন। আর কী চাইতে পারি তার কাছ থেকে?'   

রুবি জানান, মুসলিম নারীরা মনে করেন, গোটা বিশ্বজুড়ে সম্মানিত হচ্ছেন নরেন্দ্র মোদি। নিজের দেশেও তার সম্মান হওয়া দরকার। জেলাশাসকের কাছে ইতিমধ্যে মন্দির নির্মাণের কথা জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন মুসলিম নারীরা। নিজেদের সংসারের খরচ বাঁচিয়ে মন্দির নির্মাণের খরচ তুলেছেন তারা।

তিনি বলেন, 'মুসলিম নারীদের পক্ষে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছি। ওনাকে মুসলিমবিরোধী তকমা দেওয়ার পেছনে কোনও কারণই নেই।' 

আরও পড়ুন

×