দূরের সাহিত্য
ডাবলিন সাহিত্য পুরস্কার জয় করল ‘সোলেনয়েড’

সমকাল ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৪ | ০০:২৫
২০২৪ সালের ডাবলিন সাহিত্য পুরস্কারে সেরা উপন্যাস নির্বাচিত হয়েছে রোমানিয়ার কথাসাহিত্যিক মিরসিয়া কার্টারেস্কুর ‘সোলেনয়েড’। ইংরেজিতে লেখা বা অনূদিত আন্তর্জাতিক কথাসাহিত্যের একক কাজের জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। সংবাদমাধ্যম আইরিশ টাইমস জানিয়েছে, ‘সোলেনয়েড’ অনুবাদ করেছেন শন কোটার।
২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশনা সংস্থা ডিপ ভেলুম থেকে ‘সোলেনয়েড’ উপন্যাসের অনুবাদ প্রকাশিত হয়। রোমানীয় ভাষায় বইটি প্রথমবার প্রকাশিত হয় ২০১৫ সালে। এটি ২৭ বছর বয়সী এক শিক্ষকের গল্প, যিনি বিশ্বের প্রতি হতাশাগ্রস্ত এবং মৃত্যু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। ২০২২ সালে গ্রন্থটি লস অ্যাঞ্জেলেস টাইমস গ্রন্থ পুরস্কার জিতেছিল। উপন্যাসটি প্রকাশের পরপরই সাহিত্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সাহিত্য পত্রিকা কারকাসে বইটির প্রশংসা করে বলা হয়, ‘গ্রন্থটি কাফকায়েস্ক বিচিত্রতার এক মাস্টারওয়ার্ক, বুদ্ধিদীপ্ত তার কল্পনাশক্তি ও লেখনী।’
ডাবলিন পুরস্কারের জুরিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘গ্রন্থটি ভীষণরকম উদ্ভাবনী, দার্শনিক চিন্তায় পূর্ণ। সেই সঙ্গে ছন্দমূলক। যেন সৌন্দর্যের এক বিপুল সমারোহ। ‘সোলেনয়েড’ ইউরোপের প্রধান লেখকদের একজনের কাজ, যিনি এখনও ইংরেজি ভাষার পাঠকদের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত। শন কোটারের অনুবাদ সেই পরিস্থিতি পরিবর্তনে সাহায্য করেছে। মূল গ্রন্থের সুর-ছন্দ সূক্ষ্মভাবে ধারণ করে মিরসিয়া কার্টারেস্কুর কাজ সম্পূর্ণ নতুন পাঠকদের কাছে উন্মুক্ত করেছেন তিনি। এতে নতুন সম্পর্কের উন্মেষ ঘটেছে।’’
এ প্রসঙ্গে মিরসিয়া কার্তারেস্কু বলেন, ‘‘এই পুরস্কার দেখিয়েছে যে, আমার উপন্যাস ‘সোলেনয়েড’ প্রকাশের পর ইংরেজিভাষী বিশ্বে একজন লেখক হিসেবে আমার ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। আমি জুরিদের কাছে কৃতজ্ঞ, যারা অন্য অনেক ভালো বইয়ের মাঝ থেকে আমার বইটিকে বেছে নিয়েছেন।’’
১৯৯৬ সাল থেকে ডাবলিন সাহিত্য পুরস্কার প্রদান শুরু হয়। পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন– ‘ওয়াইড ওপেন’ উপন্যাসের জন্য নিকোলা বার্কার এবং ‘দ্য নোন ওয়ার্ল্ড’-এর জন্য এডওয়ার্ড পি জোনসের মতো কথাসাহিত্যিক।
- বিষয় :
- সাহিত্যিক