ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা

বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৫৪

বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। কথাসাহিত্যের মর্যাদাপূর্ণ এ পুরস্কারের দৌড়ে রয়েছেন ছয়জন লেখক। এই তালিকায় পার্সিভাল এভারেট ও র‍্যাচেল কুশনার রয়েছেন। বিশ্বের যে কোনো জায়গার লেখকের ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত ফিকশন এ পুরস্কারে অংশ নিতে পারবে।
‘জেমস’ উপন্যাসের জন্য পার্সিভাল এভারেট সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। উপন্যাসটি কারকাস পুরস্কারের চূড়ান্ত তালিকা এবং ন্যাশনাল বুক পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিল। এই খ্যাতনামা কথাসাহিত্যিক ২০২২ সালে ‘দ্য ট্রিস’ উপন্যাসের জন্য বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।
র‍্যাচেল কুশনার তালিকায় স্থান পেয়েছেন ‘ক্রিয়েশন লেক’ উপন্যাসের জন্য। উপন্যাসটি ন্যাশনাল বুক পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিল। ২০১৮ সালে র‍্যাচেল ‘মার্স রুম’ উপন্যাসের জন্য বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিলেন।
ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে ‘অরবিটাল’ উপন্যাসের জন্য এ তালিকায় রয়েছেন। এ রাজনৈতিক উপন্যাসটি অরওয়েল পুরস্কার ও উরসুলা কে ল গুইন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়।
অস্ট্রেলীয় লেখক শার্লট উড স্থান পেয়েছেন ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’ উপন্যাসের জন্য এবং ‘দ্য সেফকিপ’-এর জন্য ডাচ লেখক ইয়ায়েল ভ্যান ডার উডেন এই তালিকায় স্থান পেয়েছেন।
লেখক এডমন্ড ডি ওয়ালের সভাপতিত্বে এ বছর পুরস্কারের বিচারক তালিকায় আরও রয়েছেন– লেখক সারা কলিন্স ও ইয়ুন লি, গার্ডিয়ান ফিকশন সম্পাদক জাস্টিন জর্ডান এবং সংগীতশিল্পী নিতিন সাহনি।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইংরেজিতে লেখা ১৫৬টি বইয়ের মধ্য থেকে গত মাসে ১৩টি গ্রন্থের দীর্ঘ তালিকা নির্বাচন করা হয়। এর মধ্য থেকে ছয় গ্রন্থের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয় ১৬ সেপ্টেম্বর। আর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ নভেম্বর। সংক্ষিপ্ত তালিকাভুক্তদের আড়াই হাজার পাউন্ড এবং বিজয়ীকে ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে। ১২ নভেম্বর লন্ডনে একটি অনুষ্ঠানে বুকার বিজয়ীর নাম প্রকাশ করা হবে। v

আরও পড়ুন

×