১৯৭১: পদাবলি
আদর্শ

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি-গেটিইমেজেস
রেজাউদ্দিন স্টালিন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ | ১৩:০৪
দীর্ঘ সময় যে মানুষটি বসেছিল
আগুনের মাঝখানে
তার মাথা পরিণত হলো পথে
সে প্রত্যাখ্যান করল তৃষ্ণা
ছুড়ে ফেলল আরতি
এবং লোভনীয় সব প্রস্তাব
পথ হারানোর ভয়ে সে আবার
দাঁড়াল ধৈর্যের মাঝখানে
আর ধীরে ধীরে পরিণত হলো
প্রতীক্ষায়- পাথরে
আগুনের মাঝখানে
তার মাথা পরিণত হলো পথে
সে প্রত্যাখ্যান করল তৃষ্ণা
ছুড়ে ফেলল আরতি
এবং লোভনীয় সব প্রস্তাব
পথ হারানোর ভয়ে সে আবার
দাঁড়াল ধৈর্যের মাঝখানে
আর ধীরে ধীরে পরিণত হলো
প্রতীক্ষায়- পাথরে
- বিষয় :
- আদর্শ