ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পানির অপচয় রোধ জরুরি

পানির অপচয় রোধ জরুরি

.

আল মাসুম হোসেন

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ০৮:০৩ | আপডেট: ১৮ মে ২০২৪ | ১২:০৬

মানবদেহের ৭০ ভাগই পানি। এ জন্যই সুপেয় পানির অপর নাম জীবন। পানি শুধু মানুষ নয়, পৃথিবীর বেশির ভাগ প্রাণী ও গাছপালার জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পানি আমরা প্রতিনিয়ত অবহেলার কারণে নষ্ট করছি, যার প্রভাব ভূগর্ভের পানির ওপরে পড়ছে। প্রতিবছর গ্রীষ্মকালে ভূগর্ভের স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দেয়। এ সমস্যার বেশি শিকার হয় গ্রামের মানুষ। অন্যদিকে জমিতে সেচের সমস্যা ও গাছপালা মরে যাওয়া ইত্যাদি বিপর্যয় দেখা দেয়।  

পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি হলেও এর ৯৭ শতাংশই লবণাক্ত। আমরা স্বাদু পানি ব্যবহার করি। পৃথিবীর পানির মধ্যে মাত্র ৩ শতাংশ স্বাদু। এই স্বাদু পানি আমরা ইতোমধ্যে এত পরিমাণ অপচয় করে ফেলেছি, ভবিষ্যতে ভয়ংকর পানি সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ সংকট সঠিকভাবে মোকাবিলা করতে না পারলে জীবজগতের সবাই মৃত্যুমুখে পতিত হবে। 
ব্যক্তিগত জীবনে আমরা ছোট ছোট পদক্ষেপ নিতে পারি, যা পানির অপচয় রোধে কাজে লাগবে। যেমন– ব্রাশ করা বা মুখ ধোয়া কিংবা হাত পরিষ্কারের সময় পানির ট্যাপ বন্ধ রাখা, অজুর সময় ট্যাপ ছেড়ে না রেখে মগে পানি নিয়ে অজু করা, কাপড় কাচার সময় ট্যাপ না ছেড়ে রাখা, খাবার পানি গ্লাসে ততটুকুই ঢালা উচিত যতটুকু পান করবেন। এ ছাড়া বাড়িতে মোটরে পানি তোলার সময় ট্যাঙ্ক ভর্তির সঙ্গে সঙ্গে মোটর বন্ধ করা; বোতলের খাবার পানি পুরাতন হলে ফেলে না দিয়ে রান্নায় ব্যবহার করা। পানির ব্যবহার হয় এমন প্রতিটি ক্ষেত্রে চিন্তা করা, যেন আমাদের দ্বারা প্রয়োজনের অতিরিক্ত পানির ব্যবহার না হয়।

আমরা অনেকেই ভুলে যাই– পৃথিবীর যে কোনো প্রকার সম্পদ বা যে কোনো মূল্যবান ধাতুর চেয়ে পানি অনেক বেশি মূল্যবান। তাই আসুন, পানির অপচয় রোধে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হই। নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করার চেষ্টা করি।

শিক্ষার্থী, ফার্মাসি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
[email protected]
 

আরও পড়ুন

×