এভারেস্টের জানা-অজানা

ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২৩:৫৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১১:১৫
মাউন্ট এভারেস্টের স্থানীয় নেপালি নাম ‘সাগরমাতা’ আর তিব্বতি নাম ‘চোমোলুংমা’। পাঁচ থেকে ছয় কোটি বছরের প্রাচীন এ এভারেস্ট প্রতি শতাব্দীতে ৫০ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। এ বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভারতীয় এবং ইউরেশিয়া টেকটনিক প্লেটের ধাক্কা। এভারেস্ট নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ১৯৫৩ সালের ২৯ মে প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। এরপর থেকে হয়েছে একের পর এক রেকর্ড।
প্রথম নারী
এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের প্রথম এভারেস্ট আরোহণের ২২ বছর পর প্রথম নারী হিসেবে এভারেস্ট আরোহণ করেন জাপানের জুনকো তাবেই। আশ্চর্যজনক হলেও সত্য, তিনি আরোহণের সময় তুষারধসে বরফের নিচে চাপা পড়ে ছয় মিনিট অচেতন হয়ে ছিলেন। সেখান থেকে তাঁকে টেনে তোলার পর তিনি বেঁচে যান এবং আরোহণ চালিয়ে যান। পরে তিনি প্রথম নারী হিসেবে ‘সেভেন সামিট’ অর্থাৎ সাত মহাদেশের সাত সর্বোচ্চ পর্বত চূড়া আরোহণ করেন।
বেশিবার আরোহণ
সবচেয়ে বেশিবার এভারেস্ট আরোহণের রেকর্ড নেপালি শেরপা কামি রিতার। কামি রিতা ১৯৯৪ সালের ১৩ মে প্রথমবার এভারেস্টের শৃঙ্গে উঠেছিলেন। ১৯৯৪ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি মোট ২৯ বার এভারেস্টের শৃঙ্গ স্পর্শ করেছেন।
প্রথম টুইট
এভারেস্টের চূড়ায় বসে ২০১১ সালে টুইটারে প্রথম বারের মতো সামিট টুইট পোস্ট করেন ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘Everest summit no 9! 1st tweet from the top of the world thanks to a weak 3G signal.’। এটা তাঁর মার্কেটিং ক্যাম্পেইনের একটা অংশ ছিল।
সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট আরোহণ
জাপানের পর্বতারোহী ইউইছিরো মিউরা ২০১৩ সালে ৮০ বছর বয়সে এভারেস্ট আরোহণ করেন। তিনিই সবচেয়ে বয়স্ক এভারেস্টার হিসেবে রেকর্ড করেন। আশ্চর্যজনক বিষয় হলো, তিনি তাঁর হার্ট সার্জারির মাত্র চার মাস পরই এই অসাধ্য কাজটি করেন।
সবচেয়ে কম বয়সে এভারেস্ট আরোহণ
সবচেয়ে কম বয়সে এভারেস্ট আরোহণ করেন আমেরিকান পর্বতারোহী জর্ডান রোমেরু। ২০১০ সালে যখন তিনি এভারেস্ট আরোহণ করেন তখন তাঁর বয়স ছিল ১৩ বছর ১০ মাস। ২০১৪ সালে নারী হিসেবে সবচেয়ে কম বয়সে এভারেস্ট আরোহণ করেন পূর্ণা মালাভাথ। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর ১১ মাস।
সি লেভেল থেকে সামিট
বঙ্গোপসাগরের মধ্যে গঙ্গা সাগর আইল্যান্ড থেকে ১ হাজার ২০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি প্রথম এভারেস্ট আরোহণ করেন।
সব থেকে বেশি উচ্চতা আরোহণ
২০০৬ সালে পলিন স্যান্ডারসন সব থেকে বেশি উচ্চতা আরোহণ করেন। তাঁর অভিযান শুরু করেন সি লেভেল থেকে ৪২০ মিটার নিচে ডেথ-সি থেকে। তিনি মোট ৯ হাজার ২৬৯ মিটার উচ্চতা আরোহণ করেন। অভিযান শুরু করে দীর্ঘ ছয় মাস পর এভারেস্ট আরোহণ করেন।
এভারেস্ট নিয়ে বাংলাদেশও বিতর্কের বাইরে থাকেনি। ২০১০ সালে পর্বতারোহী মুসা ইব্রাহীম এভারেস্ট আরোহণের দাবি করলেও তা নিয়ে দ্বিমত রয়েছে। এভারেস্ট অভিযান শুরু হয়েছিল সেই ১৯২১ সালে। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অভিযান সাময়িক বন্ধ থেকেছে। প্রতিবছরই রোমাঞ্চপ্রিয় দুঃসাহসিক মানুষগুলো অজানা আকর্ষণে সম্মোহিত হয়ে ছুটে আসেন এই মহাধিরাজ শ্বেতশুভ্র পূতপবিত্র এভারেস্টের কাছে। কেউ কেউ এর লক্ষ্যে পৌঁছান, কেউ বা হারিয়ে যান বরফ শীতলতায়।
- বিষয় :
- এভারেস্টের উচ্চতা
- পর্বত
- রেকর্ড