ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১১ জুন

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১১ জুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪ | ১৭:৩৩ | আপডেট: ১৪ মে ২০২৪ | ১৭:৪৯

নাইকো দুর্নীতি মামলায় বাপেপের সাবেক এমডি মো. আব্দুল বাকী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন তিনি। এদিন তার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আগামী ১১ জুন পরবর্তী তারিখ ঠিক করেন আদালত।

এদিন অসুস্থ খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। 

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত বছর ১৯ মার্চ আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আদালত নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। এরপর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। গত বছর অক্টোবর মাসে কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দুই সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ সাক্ষ্য দিয়েছেন।


 
 

আরও পড়ুন

×