সাবেক এমপি শম্ভুর ৩৩ বিঘা জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ১৯:১৯
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নিজ নামে বরগুনা জেলায় থাকা ৩৩ বিঘা জমি ও উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক খাইরুল ইসলাম জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। এছাড়াও একটি পরিবারিক সঞ্চয়পত্র, দুইটি এফডিআর, দুইটি গাড়ি ও ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
জব্দ সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে, ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। অবরুদ্ধ হিসাবে আছে, ১০ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা।
আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামের ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করায় মামলা করা হয়েছে। তদন্তকালে জানা গেছে যে, আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। সুষ্ঠু মামলার তদন্তের স্বার্থে অবিলম্বে তার নিজের সম্পদসমূহ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
- বিষয় :
- আদালত