পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ১৮:০১ | আপডেট: ০৩ জুলাই ২০২৫ | ১৮:২৬
পূর্ব শত্রুতার জেরে শরীয়তপুরের পালং উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার এ রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী। এ মামলায় মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে দেলোয়ার হোসেন (৩০) ও দুলাল সরদার (২৬) সুবচনী বাজার থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম চররোসুদ্ধির পাকা রাস্তায় পৌঁছালে ৩১ জন নামধারী ও অজ্ঞাতনামা আসামি পরিকল্পিতভাবে অটোরিকশার গতিরোধ করে।
এরপর দেলোয়ারকে নামিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। দুলাল সরদার তাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে ও মারধর করে জখম করা হয়। ভাগ্নি পারভীন আক্তার বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।
পরবর্তীতে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয় এবং দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা সালাম সরদার মামলা দায়ের করেন।
- বিষয় :
- আদালত