ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মতিউরপত্নীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

মতিউরপত্নীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

এনবিআর সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক 

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ০২:৫৬

দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের আবেদন বাতিল করে দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

গত ৩০ জুন একই আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন কানিজ। আদালতে এ বিষয়ে শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। তবে শুনানির সময় আবেদনকারী কানিজ আদালতে হাজির না হওয়ায় আবেদন বাতিল করে দেন।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান, তাঁর স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

আরও পড়ুন

×