আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল

বাংলাদেশ বার কাউন্সিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ | ১৯:৩৫
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।
এ বিষয়ে রোববার সাংবাদিকদের বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বলেন, আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার আগে বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা অর্থাৎ এমসিকিউ, রিটেন ও ভাইভায় কৃতকার্য হতে হয়।
- বিষয় :
- আইনজীবী