আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১৩:৫৩
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত শেষে গত ১৯ জুন প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিডিউটর মিজানুল ইসলাম।
আগামী ২ জুলাই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার মামলাটির শুনানিতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন গুমের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো দুই মাস তদন্ত সংস্থাকে সময় দিয়েছেন ট্রাইবুনাল। এদিন প্রসিকিউশনের আবেদনের পরিপেক্ষিতে আগামী ২৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন ট্রাইবুনাল।
- বিষয় :
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল