ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

কারাগারে সাবেক  সিইসি হাবিবুল আউয়াল

আদালত প্রাঙ্গণে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২২:৪৮

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম জি. এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শন সৈয়দ সাজেদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শফিউল আলম জামিন ও কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

এর আগে ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন ২৬ জুন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত ২২ জুন মামলা করে বিএনপি। পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। 

মামলায় ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে।
 

আরও পড়ুন

×