সারা বছর ঠোঁট ফাটে? ঘরেই বানান লিপ বাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ২৩:৩৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ২৩:৩৮
অনেকেই সারা বছর ঠোঁট ফাটা সমস্যায় ভোগেন। সেক্ষেত্রে কেনা লিপ বাম না লাগিয়ে, প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি লিপ বাম লাগাতে পারেন। এতে ঠোঁটের দাগছোপও দূর হবে, সঙ্গে যাবে ঠোঁটের শুষ্ক ভাব। বাড়িতে কী ভাবে লিপ বাম তৈরি করবেন -
নারকেল তেলের লিপ বাম : প্যানে ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি গরম করে বা মাইক্রোওয়েভে পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। এতে মিশিয়ে নিন ১ চা চামচ নারকেল তেল। এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করুন। তারপর আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
নারকেল তেল ও কোকো বাটার : প্রথমে ১ টেবিল চামচ কোকো বাটার গলিয়ে নিন। এতে নারকেল তেল ভাল করে মেশান। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করুন। তারপর আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
নারকেল তেল ও জোজোবা অয়েল: ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ৫-৬ ফোঁটা জোজোবা অয়েল ভাল করে মিশিয়ে নিন। এটি ছোটো কৌটোয় ভরে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
নারকেল তেল ও অ্যালোভেরা: প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল এবং হাফ টেবিল চামচ কারনুবা ওয়াক্স গলিয়ে ঠান্ডা করুন। এতে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে কৌটোয় ভরে নিন। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে বসিয়ে নিন।
নারকেল তেল ও অলিভ অয়েল: প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ কারনুবা ওয়াক্স এবং ১ চা চামচ অলিভ অয়েল গলিয়ে নিন। তারপর ভাল করে সবকটি উপকরণ মিশ্রিত করুন। ছোটো কৌটোয় এই মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে নিন।