ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে টমেটো- বেসনের ফেসপ্যাক

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে টমেটো- বেসনের ফেসপ্যাক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১১:২৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১১:২৫

কম-বেশি সবাই ত্বকের কোনও না কোনও সমস্যায় ভুগছেন।  কারও ব্রণের সমস্যা,কারও আবার দাগছোপ, কেউ আবার ব্ল্যাকহেডসের সমস্যায় অতিষ্ঠ। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি নানা প্রসাধনীর উপর ভরসা রাখেন। এতে সাময়িক লাভ হলেও দীর্ঘস্থায়ী কোনও সমাধান হয় না। সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপর। বেসন এবং টমেটো ত্বকের যত্নে দারুণ উপকারী। নিয়মিত টমেটো এবং বেসনের ফেসপ্যাক মাখলে বহু উপকার মেলে। 

যেভাবে বানাবেন ফেসপ্যাক

তৈরির পদ্ধতি 

১. একটা ছোটো সাইজের পাকা টমেটো মিক্সিতে পেস্ট করে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ বেসন মিশিয়ে মুখে লাগান। দশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন

২. দুই টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে দুই টেবিল চামচ বেসন এবং এক চা চামচ টক দই ভালো করে মেশান। মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এই ফেসপ্যাক লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ, দাগছোপ কমিয়ে ত্বক উজ্জ্বল করতে সপ্তাহে এক দু'বার এই ফেসপ্যাক লাগাতে পারেন।

৩. একটা টমেটো পানিতে ধুয়ে নিয়ে মিক্সারে পিষে নিন। একটি পাত্রে টমেটো পেস্টের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ বেসন এবং ২ চা চামচ লেবুর রস ভালো ভাবে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। যাদের ত্বক শুষ্ক, তারা লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। মাসে দুইবার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। 

৪. এক চা চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ লেবুর রস এবং এক চা চামচ টমেটোর পাল্প মিশিয়ে পুরো মুখে সমানভাবে ফেসপ্যাকটি লাগান। দশ মিনিট পর হালকা গরম পানিতে ভাল ভাবে মুখ ধুয়ে মুছে নিন। তারপর অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।

টমেটো এবং বেসন ফেসপ্যাকের উপকারিতা:  টমেটো এবং বেসনের ফেসপ্যাক ত্বকের ট্যান এবং কালচে দাগছোপ ধীরে ধীরে হালকা করে। ব্রণের সমস্যা কমায়। টমেটোয় থাকা ভিটামিন সি বলিরেখা দূর করে ত্বককে মসৃণ এবং টানটান রাখে। ত্বক হয়ে ওঠে উজ্জ্বল। 


আরও পড়ুন

×