ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ডালে পোকা ধরা রোধ করবেন কীভাবে? 

ডালে পোকা ধরা রোধ করবেন কীভাবে? 

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ | ১১:২৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ | ১১:২৫

ডালে পোকা ধরার সমস্যা নতুন নয়। মাঝেমধ্যেই রান্নাঘরে এমন সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। শীতে ঘরের পরিবেশ বেশ স্যাঁতসেঁতে থাকে। অন্য দিকে, অনেকেই সারা মাসের জিনিসপত্র এক বারে কিনে রাখেন। শীত পড়তেই সেগুলি বার বার একটু রোদে না দিলে পোকা ধরার আশঙ্কা থাকে। রোদে না দিলে পারলে ঘরোয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করুন, এতে পোকা ধরা রোধ হবে। যেমন-

লবণ : পোকার হাত থেকে মুগ, মুসুর, ছোলার ডাল বাঁচাতে ব্যবহার করতে পারেন লবণ। ডালের কৌটোর মধ্যে এক টেবিল চামচ করে লবণ ঢেলে দিন। এভাবে রাখলে দীর্ঘ দিন পোকা ধরবে না ডালে।

শুকনো মরিচ:  ডালে পোকা ধরার সমস্যা আটকানোর আরও একটি ঘরোয়া উপায় হলো ডালের কৌটোয় শুকনো মরিচ রেখে দেওয়া।  দু’-তিনটি শুকনো মরিচ ডালের মধ্যে ফেলে রেখে দিন, তাহলে মরিচের ঝাঁঝে দূরে পালাবে পোকামাকড়।

নিমপাতা: পোকামাকড় দূর করতে নিমপাতার মতো উপকারী জিনিস আর নেই। বিভিন্ন ঘরোয়া সমস্যায় নিমপাতার ব্যবহার বহু দিনের। ত্বকের সংক্রমণ দূর করা থেকে শুরু করে শরীরের যত্ন— সব কিছুতেই নিমপাতা প্রয়োজন। পোকা ধরার হাত থেকে ডাল সুরক্ষিত রাখতেও ব্যবহার করতে পারেন নিমপাতা। ডালের কৌটোর মধ্যে ডাল-সহ নিমপাতা রেখে দিন। নিমের গন্ধে ডালের কাছে পোকামাকড় ঘেঁষতে পারবে না।

আরও পড়ুন

×