ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ত্বকের তারুণ্য ধরে রাখুন প্রাকৃতিক উপাদানে

ত্বকের তারুণ্য ধরে রাখুন প্রাকৃতিক উপাদানে

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ১১:২৪ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ | ১২:২০

প্রকৃতিতে এখন বসন্তকাল চলছে। যাদের ত্বক সংবেদনশীল তারা এই সমস্যায় নানা ধরনের ভোগেন। যেমন- ব়্যাশ, ফুসকুড়ি, ব্রণ ইত্যাদি। এছাড়া এই সময়ে ত্বক ভীষণ টানেও। এ কারণে এই সময় ত্বকের যত্নে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করতে পারেন। এতে ত্বকে তারুণ্যতা বজায় থাকবে। যেমন-

১. গরম পানিতে গ্রিন ট্রির ব্যাগ ডোবান। ঠান্ডা হলে স্প্রে বোতলে ভরে রাখুন। মুখ ধোয়ার পর এই গ্রিন ট্রি টোনার স্প্রে করুন।

২. ব্রণের সমস্যা দূর করতে চন্দনের তুলনা নেই। চন্দনগুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এটা লাগাতে পারেন।

৩. গোলাপ জলে টি ট্রি অয়েল মেশান। ভালো করে মুখ ধুয়ে সারা মুখে তুলো দিয়ে লাগিয়ে নিন। এটা দারুণ কাজে দেয়।

৪. ত্বকের যত্নে হলুদও ভালো কাজ করে। সকালে খালিপেটে কাঁচা হলুদ খান। এছাড়া একটা মাস্ক তৈরি করুন। কাঁচা দুধে, কাঁচা হলুদ মিশিয়ে পেস্ট বানান। অরগ্যানিক হলুদগুঁড়োও ব্যবহার করতে পারেন। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এতে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।

৫. পাকা পেঁপে চটকে নিয়ে তার মধ্যে মধু মেশান। কিছুক্ষণ রেখে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

৬. মাঝেমধ্যে পানিতে তুলসিপাতা, নিমপাতা ফেলে ফোটান। এবার সেই পানিতে মুখে ভ্যাপার নিন অন্তত ৭-১০ মিনিট। এরপর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এবার ত্বক টানটান করতে বরফের টুকরো ঘষুন। অবশ্য যাদের ব্রণের সমস্যা আছে তারা এটা করবেন না। এতে স্কিন পোরস খুলে গিয়ে সমস্যা তৈরি হবে। 

আরও পড়ুন

×