ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বসন্ত-ভালোবাসায় ‘সারা’র রঙ্গিন আয়োজন

বসন্ত-ভালোবাসায় ‘সারা’র রঙ্গিন আয়োজন

সারা’র বসন্তের পোশাক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৩৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩:৩০

সারা এবারের ফাল্গুনের আয়োজনে সব ধরনের পোশাকেই রয়েছে বসন্তের ছোঁয়া। রঙ্গিন ফ্লোরাল মোটিফে বাসন্তি, হলুদ, বাদামী হলুদ, ম্যাজেন্ডা, বেবি পিঙ্ক রঙের সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ন আর সময় পরিবেশ উপযোগী কাপড়ের ধরন এবার সারা বসন্ত-ভালোবাসার উৎসবের আয়োজন রাঙ্গাবে।

ভালোবাসা দিবসকে ঘিরেও আছেসারা বিশেষ আয়োজন। এই আয়োজনে ভ্যালেন্টাইন স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশন। ভালবাসা দিবসের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রি পিস, কুর্তি, ফ্যাশন টপস ক্যাজুয়াল শার্ট ইত্যাদি।

 

 

আরও পড়ুন

×