ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গরমে ইন্ডোর প্ল্যান্টগুলির যত্ন নেবেন যেভাবে 

গরমে ইন্ডোর প্ল্যান্টগুলির যত্ন নেবেন যেভাবে 

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৩৭

প্রকৃতি থেকে শীতের বিদায় নেওয়ার পালা। গ্রীষ্মের অপেক্ষায় এখন সবাই। গরমে শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি ব্যালকনির গাছগুলির আলাদাভাবে দেখভাল করতে হবে। গরমের সময় অতিরিক্ত তাপে শুকিয়ে যায় গাছের পাতা। সেই সঙ্গে গাছগুলি গোড়া থেকে শুকিয়ে যেতে শুরু করে। এ কারণে গরম পড়ার আগে গাছগুলির কীভাবে যত্ন নেবেন তা জানা জরুরি।

১. গরমের দিনে গাছে একদিনও পানি না দিলে চলবে না। তবে বেশি গরম পড়ে গেলে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে। গরমকালে বেশি বেলায় গাছে পানি দেয়া ঠিক নয়। যত সকাল সকাল গাছে পানি দেয়া যায় ততই ভালো।

২. গরম মানেই গাছে বেশি পানি দিতে হবে, এমন কোনও মানে নেই। বরং বেশি পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই সব সময় বেশি বেশি পানি না দিয়ে, স্প্রে করতে পারেন।

৩. গাছের যেমন পানি, হাওয়া, আলো দরকার, তেমনই প্রয়োজন ছায়ার। গ্রীষ্মকালে একটু বেলা হতে না হতেই রোদ বাড়তে থাকে। তাই সব সময় রোদে রাখার দরকার নেই। তাতে গাছের পাতা শুকিয়ে যেতে পারে।

আরও পড়ুন

×