দেশীয় আমের মেলা শুরু

আম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৫:১৮
প্রতি বছরের মতো এবারও কামাল অ্যাগ্রো ফার্ম ঢাকায় আয়োজন করেছে দেশীয় আমের মেলা। ধানমন্ডির কলাবাগান মাঠের সামনে ৩১ মে দুপুরে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, বাংলাদেশের আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। অনেক দেশে বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে। সেজন্য বলা যায়, বিশ্বজুড়ে আম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
উদ্বোধনী অনুষ্ঠানে কামাল অ্যাগ্রো ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম ছরোয়ার লিটন বলেন, বাবার হাত ধরেই আমাদের ব্যবসার যাত্রা। ২০০৪ সাল থেকে ঢাকায় আমরা ফরমালিনমুক্ত দেশীয় আমের মেলার আয়োজন করে আসছি।
- বিষয় :
- মেলা