ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাজললাগা চোখে ঘুমালে যেসব সমস্যা হয়

কাজললাগা চোখে ঘুমালে যেসব সমস্যা হয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১২:৫৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ১২:২৭

বাইরে বের হলে অনেকেরই নিয়মিত কাজল লাগানোর অভ্যাস আছে। আর কিছু না হলেও চোখে কাজল এবং ঠোঁটে লিপস্টিক লাগালে দেখতেও অনেক ভালো লাগে । তবে বাড়ি ফিরে ক্লান্ত লাগলে কেউ কেউ কাজল তুলতে চান না। এ কারণে পরেরদিনও চোখে কাজল থেকে যায়। দীর্ঘ সময় চোখে কাজল লাগা থাকলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন-

চোখ জ্বালা
একটানা অনেক ক্ষণ কাজল পরে থাকার কারণে চোখ জ্বালা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানোর মতো সমস্যা দেখা দিতে পারে। কারণ এখন বাজারে পাওয়া বেশির ভাগ কাজলে রাসায়নিক দেওয়া থাকে। রাসায়নিক মিশ্রিত কাজল চোখের মধ্যে ঢুকে গেলে এই ধরনের সমস্যা হতে পারে।

চোখ থেকে পানি পড়া
মোবাইল, ল্যাপটপের দিকে অনেক ক্ষণ তাকিয়ে থাকলে চোখ থেকে পানি পড়ে অনেকেরই। দীর্ঘক্ষণ কাজল পরে থাকার কারণেও এই সমস্যা হতে পারে।  

সংক্রমণ
দীর্ঘ ক্ষণ কাজল পরে থাকলে তো বটেই, এমনকী মেয়াদ উত্তীর্ণ কাজল ব্যবহার করলেও চোখে সমস্যা হতে পারে। অনেক সময় কাজল পেন্সিল ব্যবহার করলে কিংবা জেল কাজল পরার ব্রাশ পুরনো হয়ে গেলেও চোখে সংক্রমণ হতে পারে। 

চোখের পাতা ঝরা
ঘন ঘন রাসায়নিক দেওয়া কাজল ব্যবহার করলে চোখের পাতা নষ্ট করতে পারে। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে যেমন চুল ঝরে পড়ে, তেমনই চোখের পাতাও ঝরে পড়তে পারে।

আরও পড়ুন

×