ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখতে যা করবেন

ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখতে যা করবেন

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ১২:০৭

বৃষ্টির কারণে এই সময় রাস্তাঘাট কাদা হয়ে যায়। জুতায় লেগে সেই কাদা ঘরের ভিতরেও প্রবেশ করছে। এতে ঘরের মেঝে যেমন নোংরা হচ্ছে, তেমনই জীবাণুও ঘরে ঢুকছে। ফলে নানা ধরনের সংক্রমণের ভয় বাড়ছে। এই মৌসুমে ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখতে কিছু পদ্ধতি অনুসরণ করুন। যেমন-

সঠিক জায়গায় জুতা খুলুন : বাইরের জুতা ঘরে ঢোকাবেন না। জুতায় কাদা লাগলে ভালোভাবে পরিষ্কার করুন। যেখানে জুতা খুলবেন তার পাশেই বৃষ্টিতে ভেজা ছাতাও রেখে দিন। শুকিয়ে গেলে তারপরে ঘরে ঢোকাবেন। তাহলে ঘরের মধ্যে কাদা হবে না এবং মেঝে পরিষ্কার থাকবে।

ভিনেগার: বর্ষায় ঘর অনেকেটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এতে সংক্রমণের ভয়ও বাড়ে। এ সময় নিয়মিত শুকনো করে ঘরের মেঝে মুছতে হবে। ঘর মোছার পানিতে এক কাপ ভিনেগার এবং কয়েক ফোঁটা যে কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এই মিশ্রণটি জীবাণুনাশকের কাজ করবে। এরপরে শুকনো কাপড় দিয়ে আবার মুঝে নিন। 

বেকিং সোডা : ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। গরম পানিতে এক চামচ বেকিং সোডা, এর সঙ্গে যে কোনও এসেনশিয়াল অয়েল ৩-৪ ফোঁটা মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটি দিয়ে দু’বার ঘর মুছলে ঘর জীবাণুমুক্ত এবং চকচকে হয়ে উঠবে।

নিম তেল : বর্ষায় ঘরে পোকামাকড়, পিঁপড়ার উপদ্রব বেড়ে যায়। তাই এই সময় ঘর মোছার সময় পানিতে নিম তেলও মেশাতে পারেন। এ ছাড়া একটি স্প্রে বোতল সমপরিমাণ পানি ও নিম তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখতে পারেন। প্রতিদিনে ঘরে এই মিশ্রণ থেকে স্প্রে করুন। এতে বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর হবে। সেই সঙ্গে ঘর থাকবে জীবাণুক্ত। 
 

আরও পড়ুন

×