ঘরে গাছ রাখলেই মরে যাচ্ছে? মেনে চলুন কিছু নিয়ম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ১২:৩১
অনেকেই বাড়ি সাজাতে ঘরের ভিতর বাহারি গাছ রাখেন। তবে ঠিকমতো যত্ন না নেয়ার কারণে গাছগুলো অল্প সময়ের মধ্য়েই মরে যায়। আসলে ঘরে গাছ রাখলে কিছু নিয়ম মানা জরুরি। তাহলে ইনডোর প্ল্যান্ট তাজা থাকবে।
১. ঘরে ভিতর থfকা গাছে অল্প অল্প করে পানি দিন। পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
২. অল্প আলো যেমন গাছ রাখা ঠিক নয়, তেমনি বেশি আলোতেও নয়। গাছ এমন জায়গায় রাখুন, যাতে হালকা আলো সব সময় পায় গাছটি।
৩. কখনই এসির নিচে গাছ রাখবেন না। এসির থেকে দূরেই রাখার চেষ্টা করুন শখের গাছটি। তাহলে গাছ ঠিকমতো বাড়বে।
৪. পানিতে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে গাছের পাতা পরিষ্কার করুন। তাহলেও গাছ ভালো থাকবে।
৫. গাছের টবে যেন পোকামাকড় না আসে সেদিকে লক্ষ্য রাখুন। কাঁচা দুধের মধ্য়ে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে পোকামাকড় হবে না।
- বিষয় :
- গাছ