ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গভীর সমুদ্রে পাওয়া গেল বিরল ‘গোস্ট শার্কের’ বাচ্চা

গভীর সমুদ্রে পাওয়া গেল বিরল ‘গোস্ট শার্কের’ বাচ্চা

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১৬

নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা একটি বিরল 'গোস্ট শার্ক'র (হাঙর) বাচ্চা আবিষ্কার করেছেন। যারা সমুদ্রের গভীর ছায়াময় পরিবেশে বাস করে। 'চিমারা' নামে পরিচিত এই গোস্ট শার্ক খুব কমই দেখা যায় এবং তাদের বাচ্চাদের দেখতে পাওয়া আরও অস্বাভাবিক। খবর বিবিসির। 

সদ্য জন্মানো হাঙরটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের কাছে সমুদ্রের ১ দশমিক ২ কিলোমিটার গভীর থেকে সংগ্রহ করা হয়। 

বিজ্ঞানীরা বলছেন, এর ফলে এই প্রজাতির হাঙরের কিশোর পর্যায়কালীন অবস্থা সম্পর্কে আরও বিশদভাবে জানা যাবে।

আবিষ্কারক দলের সদস্য ড. ব্রিট ফিনুচ্চি বলেন, 'এটি একটি চমকপ্রদ আবিষ্কার। সমুদ্রের গভীরে জলজ প্রাণীর সংখ্যা পরিমাপের কাজ করতে গিয়ে ঘটনাচক্রে এটি আবিষ্কৃত হয়।'

তিনি বলেন, 'সাধারণত গভীর জলের প্রজাতিদের খুঁজে পাওয়া কঠিন, বিশেষ করে গোস্ট শার্কদের। কারণ এরা বেশ রহস্যময়। এ কারণে আমরা প্রায়শই এদের দেখি না।'


ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের বিজ্ঞানীদের বিশ্বাস, এই বাচ্চা হাঙরটি সম্প্রতি ডিম ফুটে বের হয়েছে। কারণ এর পেট ডিমের কুসুমে পূর্ণ ছিল।

এই প্রজাতির হাঙর সমুদ্রের তলদেশে ডিম পাড়ে এবং ডিমের ক্যাপসুলে ভ্রূণ বিকশিত হয়। ডিম ফুটে বের হওয়ার আগ পর্যন্ত বাচ্চা ডিমের কুসুম খেয়ে বড় হয়।

আরও পড়ুন

×