ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ১১ মে ২০২৫ | ১৬:৫৩

পাকিস্তানের পাঞ্জাবের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার খুলছে। কাল থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ রোববার রাজ্য সরকার এ তথ্য জানিয়েছে। খবর ডনের 

পাঞ্জাবের উচ্চশিক্ষা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব সরকারি ও বেসরকারি খাতের কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার থেকে তাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাঞ্জাবের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা আগামীকাল থেকে নিধারিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। তবে স্থগিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত। তবে পাকিস্তান এই অভিযোগ সব সময় অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে হামলা চালায় ভারত। জবাবে শুক্রবার রাত থেকে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করে।

গতকাল শনিবার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পাকিস্তান আকাশসীমা খুলে দেয়। ধীরে ধীরে স্বাভাবিক হতে দুই দেশের মধ্যে উত্তেজনা। 

আরও পড়ুন

×