ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৬:৪৮ | আপডেট: ২৮ জুন ২০২৫ | ১৭:৫৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

শনিবার এএফপিকে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের

তারা জানান, একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১৩ জন সৈন্য নিহত হন এবং ১০ সেনাসদস্যসহ ১৯ জন বেসামরিক নাগরিক আহত হন।

এক সরকারি কর্মকর্তা বলেন, আত্মঘাতী ওই হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সামরিক বহরের ওপর হামলা চালায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে।

ঘটনার সময় ওই এলাকায় অবস্থানরত এক পুলিশ কর্মকর্তা জানান, ছাদের ধ্বংসস্তূপে চাপা পড়ে ছয়টি শিশু আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানভিত্তিক তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর উপশাখা হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

আরও পড়ুন

×