ভাত ও ভোটের অধিকার রক্ষায় গণপ্রতিরোধ কমিটি গড়ে তুলুন: সিপিবি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২২ | ১৩:৪০ | আপডেট: ০৩ জুন ২০২২ | ১৩:৪০
এলাকায় এলাকায় গণপ্রতিরোধ কমিটি গড়ে তুলে ভাত ও ভোটের অধিকার রক্ষার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের নেতারা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার আবারও বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানোর চেষ্টা করছে। এই সরকার সফল হয়েছে ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী আর মজুতদারদের স্বার্থ রক্ষায়। সরকারের আর গদিতে থাকার অধিকার নেই।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবির বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। ‘দাম কমাও-জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও’- দাবিতে দেশব্যাপী সিপিবি ঘোষিত দাবি পক্ষের শেষ দিনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সিপিবির সভাপতি মেহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কিমিটর সদস্য ডা. সাজেদুল হক রুবেল, জলি তালুকদার, হাফিজুল ইসলাম, আবিদ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া ও সরকারের পদত্যাগ দাবি করে নেতারা বলেন, নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কারে কাজ না করে লোক দেখানো সংলাপ ও ইভিএম বিতর্ক সামনে আনছে। ইভিএম নিয়ে টাকা খরচ ও অহেতুক বিতর্কের প্রয়োজন নেই। সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচনকে টাকা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি মুক্ত করা এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে নেতারা আরও বলেন, সাধারণ মানুষের জীবন-মানের উন্নয়ন ও শোষণ-বঞ্চনা থেকে মুক্তির জন্য চলমান দুঃশাসন হটাতে হবে, ব্যবস্থা বদল করতে হবে।
- বিষয় :
- গণপ্রতিরোধ
- ভোট
- ভোটের অধিকার
- সিপিবি
- কমিউনিস্ট পার্টি