সরকারের পদত্যাগ চেয়ে এবি পার্টির বিক্ষোভ

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২ | ১১:৪৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২২ | ১১:৪৫
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামবৃদ্ধি ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে শুক্রবার রাজধানী বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এবি পার্টি। সমাবেশ থেকে দলটির নেতারা সরকারের পদত্যাগ ও জাতিসংঘের অধীনে 'আয়নাঘর' এর মতো গোপন বন্দিশালার বিষয়ে তদন্ত দাবি করেছেন।
বিজয়নগরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় জামায়াতে ইসলাম সাবেক নেতাদের দল এবি পার্টির বিক্ষোভ মিছিল। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বক্তৃতা করেন যুগ্ম আহ্বাক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, আনিসুর রহমান কচি, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
সোলায়মান চৌধুরী বলেন, ‘জ্বালানি তেল ও নিত্যপণ্যে দাম না কমালে জনগণ সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে।’
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাতের ভোটের অবৈধ সরকার জনজীবন অতিষ্ট করে তুলেছে। নাগরিকদের গুম করে বিনাবিচারে বছরের পর বছর আটক রেখেছে। ভিন্নমতাবলম্বীদের দমনপীড়নের মাধ্যমে গোটা দেশকে 'আয়নাঘর'-এ পরিণত করেছে।’