কুশিয়ারার ১ থেকে ৩ শতাংশ পানি পাবে বাংলাদেশ: জামায়াত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৪৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৪৪
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, কুশিয়ারা নদীর পানি বণ্টনে ভারতের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তি হয়েছে। এ চুক্তির প্রতিবাদে জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সোমবার একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে দলটির আমির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সই হওয়া চুক্তি অনুযায়ী কুশিয়ারার মাত্র ১ থেকে ৩ শতাংশ পানি পাবে বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ মাত্র ১৫৩ কিউসেক পানি উত্তোলন করতে পারবে। শুস্ক মৌসুমে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কুশিয়ারায় গড়ে ৫ হাজার ২৯৫ থেকে ১৭ হাজার ৬৫০ কিউসেক পানি প্রবাহিত হয়। সরকারের দাবি ১৫৩ কিউসেক পানিতে ১০ হাজার হেক্টর জমি চাষাবাদ হবে। এত অল্প পানিতে ৩ হাজার ৭০০ হেক্টরের বেশি জমিতে সেচ দেওয়া সম্ভব নয়।জামায়াত আমির বলেন, ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করছে। বর্ষায় পানি ছেড়ে দিয়ে বন্যায় তলিয়ে দেয়। ফারাক্কার কারণে রাজশাহী অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তার সমাধান হয়নি। কুশিয়ারা নদীর পানি বণ্টনে অসম চুক্তি সিলেট অঞ্চলকেও মরুভূমিতে পরিণত করবে। ভারতের স্বার্থ হাসিলে অসম চুক্তি করা হয়েছে।