ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছাত্রলীগের পদ হারানোর এক মাস পর ডাকসুর অনুষ্ঠানে রাব্বানী

ছাত্রলীগের পদ হারানোর এক মাস পর ডাকসুর অনুষ্ঠানে রাব্বানী

ভিপি নুরুল হক নুর ও গোলাম রাব্বানী উভয়কেই হাস্যোজ্জ্বল দেখা গেছে- সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১৩:১১ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ১৩:৩১

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারানোর এক মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডাকসুর অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। 

বুধবার বিকেলে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে ডাকসুর উদ্যোগে সাইকেল সেবা 'জোবাইক'-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর গত ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যেতে বাধ্য হন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। এরপর রাব্বানীকে ডাকসুর সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এ অবস্থঅয় গত ২৬ সেপ্টেম্বর ডাকসুর কার্যনির্বাহী সংসদের বৈঠকেও ছিলেন না রাব্বানী।

গত ২ অক্টোবর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে ক্যাম্পাসে আসেন তিনি। এরপর আবার বিরতি দিয়ে রাব্বানী ক্যাম্পাসে আসেন ১৫ অক্টোবর মঙ্গলবার। বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে তার স্বাক্ষরে একটি বাণীও আসে।

রাব্বানীর ছাত্রলীগের পদ হারানোর পর তিনি ডাকসুর সাধারণ সম্পাদক পদে থাকার 'নৈতিক অধিকার হারিয়েছেন' বলে বক্তব্য দিয়েছিলেন ভিপি নুরুল হক নুর। তবে বুধবার পাশাপাশি বসে উভয়কেই হাস্যোজ্জ্বল চেহারায় গল্প করতে দেখা গেছে। 

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি এবং ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×