বিএনপির রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২ | ১৩:৩৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ | ১৩:৩৬
বিএনপির রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে তারা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে তারা এ সব দাবি জানায়।
এ সময় তারা আরও দাবি জানান, বিএনপি-জামাত জোটের শাসনামলে বোমা হামলা, অগ্নি সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি, খুন, ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদেরকে বিশেষ ট্রাইবুনালে বিচার করতে হবে, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে, তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন বিচ্ছু জালাল, ভাস্কর্য শিল্পী রাশা, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রাজুসহ প্রমুখ।
মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সন্ত্রাসী দল বিএনপিকে দ্রুত নিষিদ্ধসহ ২০১৪ ও ২০১৮ সালের আগুন সন্ত্রাসীদের বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবি জানাচ্ছি। মির্জা ফখরুল সম্প্রতি তারেক ও খালেদাকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে আমাদেরকে চরমভাবে অপমান করেছে। রাজাকার পুত্র মির্জা ফখরুলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ মঞ্চকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করবে।’