স্বাধীনতাবিরোধী কাউকে আ'লীগের কমিটিতে ঠাঁই নয়

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:০০
আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন থেকে ঘোষিত কমিটিতে ভুয়া মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্যদের পদায়ন না করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এ দাবি তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনে পদায়িত হয়, তাহলে তা হবে দুর্ভাগ্যজনক। কোনো ব্যক্তি যদি মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে মুক্তিযোদ্ধা বনে যায়, তাহলে সে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের চেয়েও জঘন্যতম।
সংবাদ সম্মেলনে কয়েকজন নেতার পরিচয় তুলে ধরে তাদের কমিটিতে পদায়ন না করার দাবিও জানানো হয়।
- বিষয় :
- স্বাধীনতাবিরোধী
- আওয়ামী লীগ