আ'লীগের সভাপতিমণ্ডলীর সদস্য
পুনর্নির্বাচিত আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা এ. কে. আজাদের

আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৮
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে পুনর্নির্বাচিত হওয়ায় ফরিদপুরের সাবেক এমপি আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ।
রোববার দুপুরে রাজধানীর পরীবাগে আব্দুর রহমানের বাসায় গিয়ে শুভেচ্ছা জানান এ. কে. আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য বিপুল ঘোষ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি মনিরুল হাসান মিঠু, সাংবাদিক প্রবীর শিকদার, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ মো. সলিমুল্লাহ লিটু, দাউদুজ্জামান দাউদ, এনামুল হকসহ ফরিদপুর আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
এ সময় এ. কে. আজাদ বলেন, ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের সদ্য সমাপ্ত কাউন্সিলে আগামীর পথচলায় অভিজ্ঞদের বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আগামী সংসদ নির্বাচন মোকাবিলায় অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দিয়েছেন।
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুর রহমান বলেন, আগামী সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে করতে দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে।
পুনরায় সভাপতিমণ্ডলীর দায়িত্ব পাওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ দলের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে বিজয় নিশ্চিত করবে আওয়ামী লীগ।
সরকার পরিচালনায় ব্যবসায়ী সমাজের সহযোগিতামূলক মনোভাবের জন্য হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে এ সময় ধন্যবাদ জানান ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর এ সদস্য।