ক্যাপাসিটি চার্জের নামে সরকার জনগণের পকেট কাটছে: খন্দকার মোশাররফ

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন- ভিডিও থেকে নেওয়া ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১১:৩৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:০০
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, সরকার কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে, এনার্জি রেগুলেটরি কমিশনকে তোয়াক্কা না করে, বিদুতের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
তিনি জানান, বিএনপি সরকারের আমলে বিদ্যুতের ইউনিট ছিল ২ টাকা ৬০ পয়সা। এখন ১১ টাকা দিতে হয় এক ইউনিটে।
বিএনপির এই নেতার বলেন, সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন না করে টাকা বিদেশে পাচার করেছে, আর ক্যাপাসিটি চার্জ নামে বিদ্যুৎ উৎপাদন না করেই জনগণের পকেট কাটছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এখন প্রকাশ করতে বাধ্য হয়েছে যে, গত ১০ বছরে দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রে সরকারের লোকের পাচার করা টাকায় বাড়ি পাওয়া যাচ্ছে। আজ রিজার্ভ সংকট, ব্যাংকে তারল্য সংকট। আজ বাংলাদেশে ধনী-গরিবের ব্যবধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, যা গত ১২ বছরে সরকারের কারণে হয়েছে।
যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চলনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগাঠনি সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।