ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেশকে গৌরবের ইতিহাসের ওপর দাঁড়াতে হবে: মেনন

দেশকে গৌরবের ইতিহাসের ওপর দাঁড়াতে হবে: মেনন

রাশেদ খান মেনন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ১৫:১১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ১৫:১১

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হলে দেশকে অতীতের গৌরবের ইতিহাসের ওপর দাঁড়াতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত 'ঊনসত্তরের গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচসা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্ভব হতো না। বঙ্গবন্ধু হিসেবে জনমানসে অভিষিক্ত হতেন না শেখ মুজিবুর রহমান। কিন্তু দুভার্গ্য, মাত্র চুয়ান্ন বছরেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান আমরা ভুলে যেতে বসেছি। সংবাদপত্রের পাতায় খুবই ছোট উল্লেখ আমরা দেখতে পাচ্ছি।

আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মেসবাহ কামাল। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান, যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক ইমরান নুর নীরব প্রমুখ। সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর সাহা দিপু।

আরও পড়ুন

×