মেনন বললেন
বিএনপির শুধু একটাই দাবি, ক্ষমতা চাই

রাশেদ খান মেনন। ছবি- সংগৃহীত।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩ | ১৮:১৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ | ১৮:১৮
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, 'বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে, তাতে নাকি লাখো মানুষের সমাগম হয়েছে। সেই সমাবেশ থেকে কি জনগণের প্রশ্নগুলো উঠে এসেছে? গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন আসছে? তাদের শুধু একটাই দাবি- ক্ষমতা তাদের হাতে দিতে হবে। জনগণের কোনো প্রশ্ন, চাওয়া তাদের কাছে নেই। মানুষের জীবন-মৃত্যুর কোনো প্রশ্ন নেই। তারা চায় ক্ষমতা। কারণ গত ১৪ বছর ধরে তারা লুটপাট করতে পারছে না।'
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, 'জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া তো ক্ষমতায় ছিলেন। আমাদের কী মনে নেই? সে সময় আমাদের গার্মেন্ট শ্রমিকদের ৫ টাকা, ৭ টাকা বেতন দেওয়া হতো। তাদের মেশিনের সঙ্গে বেঁধে রাখা হতো। এমনকি নারী কর্মীদের টয়লেটে যাওয়ার অধিকার ছিল না। কৃষক সার কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। ৬৪ জেলায় বোমাবর্ষণ, একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা আমরা ভুলে যাব না।'
তিনি বলেন, 'যারা মার্কিনিদের পক্ষে আনার চেষ্টা করছেন তাঁদের বলব, মার্কিন সাম্রাজ্যবাদ যাঁদের বন্ধু, তাঁদের শত্রুর দরকার নেই। যাঁরা মার্কিনিদের নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, তাঁদের বলতে চাই, দেশের জনগণকে নিয়ে আগুনের খেলা খেলবেন না। দেশের সঙ্গে নিজেরাও পুড়ে যাবেন। আমার দেশের নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে কারও হস্তক্ষেপ যাতে গ্রহণ করা না হয়।'
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে পাকিস্তানিদের প্রেতাত্মা রয়ে গেছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।'