ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই পিলখানা ট্রাজেডি: জাগপা

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই পিলখানা ট্রাজেডি: জাগপা

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৫

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই ২০০৯ সালে পিলখানা ট্রাজেডি ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ‘একুশ যেমন গৌরবের, তেমনি ২৫ ফেব্রুয়ারি লজ্জার। এই লজ্জা থেকে জাতিকে মুক্তি দিতে পিলখানা ট্রাজেডির সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

শনিবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পিলখানা ট্রাজেডির ‘ঘটনার পেছনের রহস্য’ উদ্ঘাটন প্রয়োজন। দেশ ও জাতির স্বার্থেই বিডিআর বিদ্রোহের নেপথ্য রহস্য জাতিকে জানানো উচিত সরকারের। সেইসঙ্গে সেনা হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদেরও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপার সভাপতি মীর আমীর হোসেন আমু, মাউনুল হক, প্রমুখ।

আরও পড়ুন

×