ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস সংগঠনের আত্মপ্রকাশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ১৮:১৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ১৮:১৯
গণঅভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারের পতন ঘটিয়ে ছোট বড় সব দলকে নিয়ে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস। নতুন এই সংগঠনের প্রস্তবনায় নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার জনগণের অংশগ্রহণের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন করবে। সংবিধানে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন নিশ্চিত করতে সকল নির্বাহী ক্ষমতা কমিশনের অধীনে থাকবে। সংবিধান প্রণয়নের পরপরই জাতীয় সরকার পদত্যাগ করবে এবং নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ প্রস্তাবনা তুলে ধরা হয়। মঞ্চের ব্যানারে ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস’ এবং ‘জাতীয় ইনসাফ কায়েম কমিটি’ উল্লেখ করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার এবং সংগঠনের সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। তবে শুরু থেকে বিএনপির পক্ষ থেকে এই সংগঠনের কার্যক্রম নিয়ে সন্দেহ পোষণ করে আসছে দলটির হাইকমান্ড। যার কারণে এই অনুষ্ঠানে দলের অনেক নেতাকে আমন্ত্রণ জানানো হলেও কেউ উপস্থিত হননি।
সংগঠনের পক্ষে শওকত মাহমুদ প্রস্তাবনা পাঠ করে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য ক্রমাগত চলেছে সংবিধানের অদ্ভূত কাটাছেড়া, একদলীয় শাসন, সামরিক ও বেসামরিক একনায়কতন্ত্র কায়েম, মৌলিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। এই সংবিধান এখন জুলুমের হাতিয়ারে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, অধ্যাপক ইউসুফ হায়দার, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, লে. জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী, দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান শিব্বির মাহমুদ, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, কর্নেল (অব.) আলী, এনবিআরের সাবেক চেয়ারম্যান এমএ মজিদ প্রমুখ।